Wellcome to National Portal
Main Comtent Skiped

Integrity Award
কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ২০১৯-২০ অর্থ বছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নেত্র‌কোণা জেলার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর), জনাব মোঃ আল-আ‌মিন হোসাইন।
রোববার (০৪ জুলাই) ময়মন‌সিংহ রেঞ্জ অফিস থেকে আইজিপি ড. বেনজীর আহমেদের পক্ষে ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ ম‌হোদয় এই শুদ্ধাচার পুরস্কার তুলে দেন। ২০১৯-২০ সালে নেত্র‌কোণা জেলা পুলিশে পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা, ভালো আচরণ, নেতৃত্বসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৯টি সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পান।
উল্লেখ্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা/ইউনিটের ১-১০ গ্রেডের ৩৭ জন,১১-২০ গ্রেডের ৫১ এবং ইউনিট প্রধান হিসেবে ০৭ জন সহ মোট ৯৫ জন (তন্মধ্যে নারী ০৬ জন) কর্মকর্তা/কর্মচারীদের২০১৯-২০২০ অর্থ বছরের শুদ্ধচার পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।